প্রকাশ্যে দিন দুপুরে মাদক পাচারের অভিনব কৌশল করতে গিয়ে
রিক্সা ভ্যানে পরিবহনকালে ২০ কেজি গাঁজা জব্দ করাসহ মো. মনির হোসেন সাগর (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫) মে দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার এনায়েতপুর এলাকা থেকে গাঁজা ও ভ্যানগাড়িটি জব্দ এবং ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গাঁজার প্যাকেটগুলো বহন করে রিক্সা ভ্যানটি কুমিল্লা থেকে মনির চালিয়ে আসছিলো। চাঁদপুরে যাওয়ার পথে হাজীগঞ্জ পুলিশ চেক পোষ্টে ধরা পড়ে।
আটক মনির হোসেন সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নের কংগাই গ্রামের মো. আবদুল হকের ছেলে।
পুলিশ জানায়, এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় পুলিশ নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানে বসে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল আজিজসহ সঙ্গীয় ফোর্স। এ সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জমুখী সন্দেহজনক একটি ভ্যানগাড়ি তল্লাশী করে ২০ কেজি গাঁজা জব্দসহ একজনকে আটক করা হয়।
উপ - পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল আজিজ জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা। এতোদিন বাস, সিএনজিচালিত স্কুটার তল্লাশী করে গাঁজা জব্দ করি। আজকে খোলা ভ্যান রিক্সা প্রকাশ্যে গাঁজা পরিবহন দেথে আচার্য হয়ে গেলাম।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।