চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল বুহস্পতিবার রাত ২টার সময় অভিযান চালিয়ে ১০জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। জানা যায় আগের দিন হাশিমপুর মক্কা প্রেট্রোল পাম্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ঠান্ডা আরসি ও সেভেন আপ ডিলার সরওয়ার কামাল দোহাজারীতে ওই মালামাল দিয়ে আনদামী নিয়ে ফেরার পথে রাত সাড়ে আটটার সময় দোওয়ানহাট সংলগ্ন পাটানিপুল এলাকায় সিএনজি করে কয়েকজন লোক ডিলারের গাড়ীর গতিরোধ করে এবং মারধর ও আনদামীকৃত প্রায় ২ লক্ষ ১১ হাজার ১৪৬ টাা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সাথে সাথে থানায় এসে ডিলার সরওয়ার কামাল বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সিএসজি চালক মো:আরিফকে আটক করে। তার স্বীকার উক্তি মতে পুলিশ অপরাপর আরে ৯ জকে আটক করেন। এ সময় পুলিশ ছিনিয়ে নেওয়া ৮৮ হাজার ৮ শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-আরিফুল ইসলাম, মো: ইসমাইল, জিকু, ইমন, ইলিয়াছ, আকিব, ইমরান, আজিজুল হক, আরাফাত। এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন টাকা উদ্ধারের চেষ্টা চলছে এবং আসামীদেরকে দ্রুত বিচার আইনি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।