মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি সেবা সাপ্তাহে গণশুনানিতে ভূমি জটিলতার বেশ কিছু নিষ্পত্তি করা হয়েছে। বুধবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ইউএনও পার্কে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।
গণশুনানিতে বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ ভূমির জটিলতা থেকে নিষ্পত্তি পেয়ে আনন্দ প্রকাশ করে। এছাড়া সেবা গ্রহীতারা অনেকেই জানান, পৈতৃক সূত্রে জমি মালিক হলেও জমি কোথায় আছে, তা তিনি জানতেন না। গণশুনানিতে এসে সহকারি কমিশনার কাগজপত্র দেখে সেই জায়গা নির্ধারণ করে দিয়েছেন। ভূমি জটিলতার সমস্যা সমাধান পেয়ে তারা খুবখুশি। তাছাড়া জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি ও মিমাংশা পেয়েছেন অনেকে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, সাধারণ জনগণের দোরগোড়ায় ভূমি সেবাকে পৌঁছে দিতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। মানুষ যাতে প্রতারিত না হয়, সরকারি ভূমি অফিসে সঠিক সেবা দ্রুত পায় সেই লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছি। গণশুনানিতে স্থানীয় জনগণের কাছ থেকে সরকারি রাজস্ব আদায়, নামজারির আবেদন ও আপত্তি নেওয়া হয়। আর জমির জটিলতা নিয়ে অভিযোগও বাদী ও বিবাদী উভয়কে ডেকে তাদের সম্মুখে বিরোধ নিষ্পত্তি করা হয।