হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সভা গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতি করেন কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা/ কর্মচারীদেরকে বিভাগীয় কাজের গুরত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপণ্ডপরিচালক মোহাম্মদ আবুল কালাম। সভায় ইউ পি চেয়ারম্যান মধ্যে বক্তব্য রাখেন ফরহাদাবাদ ইউ পি চেয়ারম্যন শওকতুল আলম শওকত, ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, মির্জাপুর ইউ পি চেয়ারম্যানের প্রতিনিধি, আবাসিক মেডিকেল অফিসার ডা:সোহানিয়া আক্তার বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সদস্য সচিব নিক্সন চৌধুরী, মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) জনাব ডাঃ কাউসার আক্তার পপি, ডা: মুমতাহিনা আলম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত আছেন। সভার সভাপতি বিভাগের সকল কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে জনগনের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কর্মচারীদের কাজের প্রসংশা করে বলেন পরিবার কল্যাণ সহকারীরা বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে জনগনের ঘরের দুয়ারে দুয়ারে তাদের সেবা পৌঁছিয়ে দিচ্ছেন সে জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের সকলকে সেবার পাশাপাশি বর্তমান সরকারের ঈর্ষনীয় সফলতা জনগনকে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।