ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য নজরুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে।
পাগলা থানার নবাগত ওসি রাজু আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার ভোরসকালে উপজেলার পাঁচাহার গ্রামের আলম খানের ছেলে সাজিদ তার অটোরিক্সা নিয়ে বের হইলে চোর চক্রের সদস্য নজরুল ইসলাম (৪০) যাত্রীবেশে বরমী যওয়ার উদ্দেশ্যে অটোরিক্সায় ওঠে। পরে বরমী- শ্রীপুর এলাকায় যাওয়ার পর যাত্রীবেশে চোর নজরুল ইসলাম গাড়ির চালক সাজিদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ি চালকের বাবা পাগলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এদিকে অভিযোগে ভিত্তিতে মঙ্গলবার সকালে ওসির দিকনির্দেশনায় এসআই মদন চন্দ্র সিংহ নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে ১২ ঘন্টার মধ্যে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারসহ আসামি নজরুল ইসলাম কে সকাল সাড়ে দশ টায় নিগুয়ারী পল্টন মোড় এলাকায় থেকে গ্রেপ্তার করে। সে পাশ্ববর্তী ভালুকা উপজেলার মেদুউয়ারী এলাকায় মৃত হাবিবুল্লাহ সরকারের ছেলে।
পাগলা থানার নবাগত ওসি রাজু আহাম্মদ বলেন, ধৃত আসামি আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার নামে থানায় একাধিক চুরি মামলা রয়েছে।