ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মো: হাবিবুল্লাহ সরকার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে। এ সময় আরও ২ জন আহত হয়।