চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, রাজশাহীর পুঠিয়ার এক জনসভায় বিএনপি'র আহ্বায়ক জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী এই দলকে হুমকি বেছকি দিয়ে দমানো যাবে না। সাবধান, বাংলাদেশের কোথায় কি হচ্ছে তবে চাঁদপুরে আমরা বলে দিতে চাই যদি কোনো অশান্তি সৃষ্টি করেন আমরা কিন্তু রুখে দিব। গত বিয়াল্লিশ বছর আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাকে আঠারোবার হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। সর্বশেষ ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।গত একদিন আগে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মনে রাখবেন সকল হত্যা ক্যু ষড়যন্ত্রের মধ্যেও জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহতালা বাঁচিয়ে রেখেছেন।
তিনি গতকাল ২২ মে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সভা প্রধানের বক্তব্যে এসবকথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর
রশিদ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক
অ্যাডঃ জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূশণ মজুমদার,
শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর,পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান টিটি মাহবুব প্রমুখ।
এর সময় জেলা আওয়ামী লীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের অগণিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা দেশের মানুষের স্বপ্নকে হত্যা করা হয়েছিল। আজকে জননেত্রী শেখ হাসিনা কে সেই অপশক্তি হত্যার হুমকি দিচ্ছে। কারণ এ দেশের উন্নতি অগ্রগতি সাধারণ মানুষের পক্ষে কথা বলার যাতে কেউ না থাকে। তার জন্য অপশক্তি শেখ হাসিনাকে হত্যার হুমকি ও হত্যার প্রচেষ্টা নিয়েছিল।
আল্লাহ তাআলা তাকে দেশের মানুষের দোয়ায় বাঁচিয়ে রেখেছে। আজকে যখন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে। পৃথিবী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত অল্প সময়ের মধ্যে কিভাবে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ এমন উন্নতি করতে পারে। সেই সময় দেশকে অস্থিতিশীল করার জন্য স্বাধীনতাবিরোধী চক্র আবারো হত্যা ষড়যন্ত্র লিপ্ত।
নাছির উদ্দিন আহমেদ বলেন,বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি জিয়াউর রহমান। খালেদা জিয়া ও তার ছেলে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। এ দলের নেতৃত্ব কোথায়। বিএনপি'র হুমকি-ধমকিতে কিছুই হবে না। চাঁদপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।
তিনি বিএনপি'র উদ্দেশ্যে বলেন,সাবধান বাংলাদেশের কোথায় কি হচ্ছে জানি না। তবে,চাঁদপুরে আমরা বিএনপিকে বলে দিতে চাই। যদি কোনো অশান্তির সৃষ্টি করা হয় আমরা কিন্তু রুখে দেবো। শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করেন আমাদের কিছু বলার নাই। কোনো নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করলে আমরা কিন্তু ছেড়ে দেব না। আমাদের এবং দলের সাধারণ মানুষের পাশে থাকার সাংবিধানিক দায়িত্ব রয়েছে।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা।