রাজশাহীতে সমাবেশে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন। সভায় এ ছাড়া ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসেন, শামসুল হক চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, ডাঃ আবুল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জবান আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, মোশাররফ হোসেন, আবদুস সালাম, নজরুল ইসলাম, এস এস ইব্রাহিম, দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আবদুল হান্নান, কৃষক লীগের আহ্বায়ক মাসুদ আলম লিটন, যুগলীগের যুগ্ন আহ্বায়ক মঞ্জরুল হক রাসেলসহ উপজেলা ইউনিয় ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।