ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহাম্মদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, তারিকুল ইসলাম রিয়েল, মাহবুবুল আলম, শামসুল আলম খোকন, মোস্তফা কামাল মনির, নজরুল ইসলাম তোতা, মোঃ মাছুদুজ্জামান, সাহাবুল আলমসহ আরো অনেকেই প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নতীকল্পে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।