মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত পথচারী (যুবকের)মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা নামক এলাকায় তালুকদার ফিলিং স্টেশনের বিপরীত পাশের সড়ক থেকে লাশটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
হাসাড়া হাইয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান, সকাল ৭ টার দিকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করেন। ধারনা করছেন অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় এ পথচারীর মৃত্যু হয়েছে। লাশ হাসাড়া হাইওয়ে থানায় আছে। লাশ এবং অজ্ঞাত যানের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।