রাণীশংকৈল কেন্দ্রীয় কলেজ হাট ঈদগাহ মাঠে সাধারণ সভা সম্পন্ন। ঈদগাহ মাঠের সাধারণ সভায় মোঃ তোয়াহা এর সভাতিত্বে সভার আলোচন শুর হয়। সভায় গেট ও প্রাচীর নির্মান, বৃক্ষ রোপণ নিয়ে আলোচনা করা হয়। সভার সকলের আলোচনায় নতুন ভাবে মোঃ আতাউর রহমানকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পদে সংযুক্ত করা হয়। পরে দুইজন উপদেষ্ঠার নাম প্রকাশ করা হয়। ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দীন আহম্মেদ ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-সহ- সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক আবদুর রফিক, পৌর কাউন্সিলর রুহুল আমিন ও ইসাহাক আলী, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মাসউদ আলম সদস্য রফিকুল ইসলাম, সামশুল হক, মোস্তফা কামাল,তামিম,মিঠু সভা সঞ্চালনায় মোকাররম হোসাইন।