বরগুনাঃ সামুদ্রিক মাছের সুষ্ঠ প্রজনন এবং মাছের বংশবৃদ্ধি ও সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই করণের লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ৩ ধারা অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অফিস।
শুক্রবার (১৯ মে) দুপুরে পাথরঘাটা মৎস বন্দর এলাকা ঘুরে জেলেদের সাথে কথা বললে জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের সরকারি প্রণোদনা পায়না বেশিরভাগ প্রকত জেলেরা।
জেলে আঃ আলিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে ঘুর্ণিঝড় মোখা'র প্রভাবে চলে আসছি তাড়াতাড়ি। মাছও তেমন পাইনি! এরপর আবার নিষেধাজ্ঞা। কেমনে যে সংসার চলবে আল্লাহ ভালো যানে।
আরেক ট্রলারের মাঝি সেকান্দর আলি, বলেন, নিষেধাজ্ঞা দিয়ে লাভ কি! মাছ তো ভারতের জেলেরা ধরে নিয়ে যায়! এগুলো দেখবে কে! অবরোধে যেই পরিমান চাল পাই তাতে পরিবার নিয়ে এতোদিন কেমনে চলবো।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিষেধাজ্ঞার এই সময় ভিনদেশী জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ শিকার ঠেকাতে না পারলে কোন প্রকার সুফল আসবে না এই নিষেধাজ্ঞায়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, প্রকৃত জেলেদের সহায়তার পাশাপাশি ভিনদেশী জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছি আমরা।