কলাগাছি চুকনগর সড়কের সন্যাসগাছা ব্রীজের মাথায় ইইজ বাইক চালকদের নিকট থেকে গাড়ি প্রতি জোরপুর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যশোর জেলা মিশুক ,বেবীট্যাক্সি,ট্যাস্কিক্যাব সিএনজি চালিত অটোরিক্সা প্রতি ১০ ,২০ ,৫০ টাকা হরে জোর পুর্বক চাঁদা আদায়ের অভিযোগ করেছেন সড়কে চলাচলকারি ইজি বাইক চালকরা। পত্রিকায় নাম না প্রকাশের শর্তে একজন ইইজ বাইক চালক সাবাদিকদের জানান, জনৈক হবি নামে এক ব্রক্তি এ চাঁদা আদায় করছে। যেখানে খোদ কেশবপুর শহরে চাঁদা আদায় হয় না সেখোনে সন্যাসগাছা ব্রীজের মাথায় জবরদস্ত চাঁদা আদায়ের ঘঁনায় ক্ষভোরে সঞ্চার হয়েছে চালকদের মধ্যে। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুল রহমান বওেলন, এ ধরনের কোন ঘঁনা জানা নেই, তবে বিষয়টি তদন্ত করা হবে এবং কেই অভিযোগহ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।