কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে গতকাল দুপুরে হল মিলিনায়তনে উপজেলা প্রকৌশলী জেএস আর জিএম কিবরিয়ার তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর ২২টি ব্লাড প্রেসার মেশিন, ৩টি অক্সিজেন সিলিন্ডার, ২২টি নিবিওলাইজার, ৫৯৬টি হ্যান্ড স্যানিটাইজার, ৩৫০টি অ্যান্টিস্যাপটিক সাবান ও ওজন পরিমাণের মেশিন ২২টি বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা। আরও উপস্থিত ছিলেন, কুলিয়ারচর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ নূরে আলম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আদনান।