চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে গাছবাড়িয়া সড়ক ভবনের সামনে অভিযান চালিয়ে ইয়াবাবহনকারী একটি সাদা রংয়ের প্রাইকারসহ চালক মো:মঞ্জুর আলম(৩০)কে আটক করেছে। এ সময় পুলিশ শহরমুখী ওই প্রাইভেটকার(ঢাকা মেট্টো-খ-১২-৪০৪৮)তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৭হাজার পিস ইয়াবা উদ্ধার করেন এবং জব্দকৃত গাড়িটি থানায় নিয়ে আসেন। আটককৃত মঞ্জুর আলম কক্সবাজার জেলা উখিয়া থানা হলুদিয়া গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দনাইশ থানর ওসি আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।