মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাইদুর রহমান (৪০) নামের জেএমআই ইন্ডাস্ট্রিজের এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত ছালামত প্রধানের ছেলে। সে ভিটিকান্দি এলাকায় অবস্থিত হাসপাতালের পন্য উৎপাদনকারী জেএমআই ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।
জানা যায়, নিহত সাইদুর রহমান প্রতিদিনের ন্যায় জেএমআই ইন্ডাস্ট্রিজ হইতে কাজ শেষ করে তাহার ব্যবহৃত বাইসাইকেল যোগে নিজ বাড়ী ফিরছিলেন। এ সময় মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় পৌছামাত্র পিছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ী তাকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে সে বাইসাইকেল হইতে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুর রহমানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, লাশ পুলিশ ফাঁড়ীর হেফাজতে আছে। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি।