লৌহজংয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডবে বিভিন্ন স্থানে গাছ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। বুধবার সকাল পৌনে এগারোটায় কালবৈশাখী ঝড়ে ঘোরদৌড় কাঠপট্টির কলাবাগান নামক স্থানে একটি কাঠের দোকানের উপর গাছ পড়ে এবং ভিতরে আহত অবস্থায় একজন কর্মচারী আটকে পরে। পরে স্থানীয় লোক জন লৌহজং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আটকে পরা মোঃ আব্দুল্লাহ (২১) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে। লৌহজং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ষ্টেশন অফিসার ইনচার্জ মোঃ আবদুল মতিন বলেন, সকাল ১০:৫৫ মিনিটের সময় লৌহজং ফায়ার স্টেশনে সংবাদ পাই ঝরের কবলে পড়ে রাস্তার পাশ্বে বন বিভাগের একটি গাছ ঘোড়দৌড় কাঠপট্টির কলাবাগান নামক স্থানে একটি কাঠের দোকানে উপর পড়ে এবং ভিতরে আহত অবস্থায় একজন কর্মচারী আটকে পরে। তাৎক্ষণিক আমাদের একটি জরুরী উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌছে আটকে পড়া আহত ব্যাক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।