যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) যুগ্ন সচিব খোন্দকার মোঃ রুহুল আমীন বলেছেন,বহু প্রতিভাধর যুব সংগঠক আমিনুল হক সাদীর প্রতিষ্ঠিত যুব উন্নয়ন পরিষদ এর কার্যক্রম দেখে অত্যান্ত খুশি হয়েছি। গ্রামীণ জনপদে প্রবীণদের জন্য বয়স্ক শিক্ষা ও যুবদের জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে এতদাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, একজন দক্ষ যুব সংগঠকের দৃষ্টান্ত রাখছেন। বিপথগামী যুব সমাজকে আলোরদিশা দেখানোর লক্ষে বিশাল সংগ্রহ বইয়ের মাধ্যমে যুব সমাজকে সমাজের অবক্ষয় রোধে যুব বান্ধব পাঠাগার জ্ঞানের আলো বিকিরণ করছে। সংগঠনের মাধ্যমে ব্কোর যুব ও যুব নারীদেরকে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলে তাদের কর্মসংস্থানের পথ দেখাচ্ছেন।
যুব সংগঠক সাদীর প্রতিষ্ঠিত যুব উন্নয়ন পরিষদ কার্যালয় মঙ্গলবার রাতে পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন,কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোর্ডিনেটর মুহাম্মদ সিরাজুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জেড এ শাহাদাৎ হোসেন, সদর উপজেলার যুব উন্নয়ন কমকর্তা একেএম আব্দুল কাদির ভুইয়া হিরু,সহকারী যুব উন্নয়ন কমকর্তা সিদ্দিকুর রহমানসহ একটি প্রতিনিধিদল। এরপর প্রতিনিধিদল মহিনন্দ নয়াপাড়াস্থ শফিকুল ইসলাম আরমান ও রফিকুল ইসলামের পোল্ট্রি খামার পরিদর্শন করেন।
প্রসঙ্গত বেকার জনগোষ্ঠীকে নিয়ে ২০১০ সালে আমিনুল হক সাদী গড়ে তোলেন “যুব উন্নয়ন পরিষদ’ নামে একটি যুব সংগঠন। এ সংগঠনটির মাধ্যমে বেকার জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ সংগঠনের মাধ্যমে কিশোরগঞ্জের দারিদ্র বেকার জনগোষ্ঠীর প্রায় ২ হাজার যুব ও যুব নারীকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলেন। সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী,আর্থিক সহায়তাসহ নানা কর্মসূচি পালন করছেন। দারিদ্রদেরকে আর্থিক সহায়তাসহ প্রশংসনীয় কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। এছাড়াও সংগঠনটির মাধ্যমে বয়স্ক শিক্ষা ও যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং যুব পাঠাগার চালু করে এলাকার বেকার যুব ও যুব নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ব্কোর যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নভাবে স্বাবলম্বী করে তোলছেন।