চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের উদ্যোগে "দার্শনিক কান্টের বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমন্বয় সাধন" শীর্ষক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিখা দাশ সেমিনারে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাইমুন নাহার খানম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আবু ছালেহ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব মহাজন ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সুললিত কান্তি দে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার। সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাসলিমা তাবাসসুম ও পবিত্র গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী অন্নি শীল।