নীলফামারীর সৈয়দপুর একটি ছোট শহর। পাশাপাশি এ ছোট শহর হল ঘনবসতিপূর্ণ। শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো দক্ষিণ দিকে। দক্ষিণে আরো রয়েছে ব্রিগেড সমান সেনানিবাস, উপজেলা পরিষদ এবং বিমানবন্দর। শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে চলে গেছে উত্তরে শেরে বাংলা সড়ক। দক্ষিণে বিমানবন্দর,সেনানিবাস এবং উপজেলা পরিষদ। পশ্চিমে কিছুটা দুরে মদিনা মোড়। উত্তরে শহীদ ডাঃ জিকরুল হক রোড এবং পশ্চিমে শহীদ তুলশীরাম সড়ক। পাশে বেয়ে গেছে বিচালী হাটি রোড। প্রত্যেক রোডে লেগে থাকে নিত্যদিন অসহনীয় যানজট। শহরের যানজট নিরসনে পৌরসভা এবং ট্রাফিক পুলিশ বিভাগ নানান উদ্যোগ গ্রহণ করে। তবুও যানজট নিয়ন্ত্রণ সম্ভব হয় না।
তারপরও ট্রাফিক বিভাগ চেষ্টা করে কম সংখ্যক জনবল নিয়ে যানজট নিরসনের। তারা অনেকটা সফলতাও পেয়েছে। যখন শহরে যানজট কিছুটা নিয়ন্ত্রণে তখন নীলফামারী জেলা বাস- মিনিবাস মালিক সমিতি নিলেন হটকারী সিদ্ধান্ত। তারা সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত গেটলক গাড়ী চালু করে। তাদের এ উদ্যোগকে শহরের মানুষ সাধুবাদ জানান। কারণ এটা ভাল উদ্যোগ। তবে বাস মালিক সমিতি ওই বাসগুলো টার্মিনালে স্ট্যান্ড না করে শহরের ভিতর জিআরপি মোড়ে স্ট্যান্ড বসায়। শহরের ভিতর দিয়ে গাড়ীগুলো আসে জিআরপি মোড়ে। সেখানে ৩০ মিনিট পর পর চিলাহাটির উদ্দেশ্যে ছেড় যায়। এমনিতেই ওই জায়গাটিতে প্রতিদিন লেগে থাকে যানজট। যখন ট্রেন আসে তখন জিআরপি মোড়ে লেগে অসহনীয় যানজট। আর বাসস্ট্যান্ডটি এখানে বসায় যানজট আরো প্রকট আকার ধারণ করে।
তাই ওই বসসস্ট্যান্ডটি দ্রুত সময় জিআরপি মোড় থেকে অন্যত্র সরানোর দাবি উঠে আসে বিভিন্ন সংগঠন থেকে।
অবশেষে ওই বাসস্ট্যান্ড সৈয়দপুর জিআরপি মোড় থেকে সরিয়ে নেয়া হল। বাসস্ট্যান্ডটি জিআরপি মোড় থেকে বাসটার্মিনালে সরিয়ে নেয়ায় দেওয়ান কামাল আহমেদকে অভিনন্দন জানান সৈয়দপুরবাসি। সেই সাথে জেলা বাস- মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মীকে জানানো হয় অভিনন্দন।