মুন্সীগঞ্জের সিরাজদিখানের পাইনারচর এলাকায় রোববার রাতে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মা সেতু রেলওয়ের প্রজেক্ট এর বিভিন্ন ধরনের প্রায় ২০ কেজি ওজনের চোরাই মালামালসহ দুইজনকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পাইনারচর গ্রামের আঃ রবের ছেলে মাহাবুর হোসেন (২৭) ও একই গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মাহবুবুল (২২)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে সোমবার সকালে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।