মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৪ মে বিশ্ব 'মা' দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌসের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিম, মালখানগর মহিলা ইউপি সদস্য ঝরনা বেগম প্রমুখ।