চট্টগ্রামের হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে "ঘুর্ণিঝড় মোখা" এর প্রস্তুতি এবং সচেতনতা সৃষ্টির লক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আকতার হোসেন খান এর সভাপতিত্বে এক জরুরি সভা রোববার অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট সম্ভাব্য "ঘুর্ণিঝড় মোখা" এর আক্রমণ থেকে দেশবাসিকে রক্ষার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অতপর সভায় আসন্ন সম্ভাব্য দুর্যোগ "মোখা" এর বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তদুপরি প্রতি ওয়ার্ড থেকে ১০জন করে স্বেচ্ছাসেবক এর তালিকা প্রস্তুত করা হয়। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় এই সকল স্বেচ্ছাসেবক ব্যাক্তিদেরকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার বিষয়ে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে রেইনকোট পরিধান পূর্বক সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকার জন্য সভার পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়।