কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রাণী সম্পদ হাওড় অঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প ও এনএটিপি-২ আওতায় সুফল ভূগীদের এক অনুষ্ঠানে শনিবার সকাল ১১ টায় ডাকবাংলার ময়দানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণেই দেশ উন্নত হয়েছে। তিনি বলেন, হাওড় অঞ্চলে খুদা ও দারিদ্র মুক্ত দেশ গঠন করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শামীম হুসাইন। হাওড় অঞ্চলের প্রাণী সম্পদ ১১টি ইউনিয়নের ১১টি সমিতির মাধ্যমে ৮৫২ জন উপকারভোগীদের মাঝে গরু, হাঁস, ছাগল ও হাঁসের ঘর বিতরণ করা হয়। এ সময় প্রাণী সম্পদের মাধ্যমে ১৮টি গরু ৬ হাজার হাঁস ২০০টি উন্নত জাতের ছাগল ও হাঁসের ঘর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা নুরূল হক, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা: মোঃ নাসির উদ্দিন মুন্সী, ভেটেনারী সার্জন ডা: মোঃ নাজমুল হক সহ স্থানীয় নেত্রীবৃন্দ।