চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি মুহাঃ জিয়াউর রহমানের বিজয়ের একশত দিন উপলক্ষে গোমস্তাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য তাঁর একশ’ দিনের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন। এ ছাড়া আগামী দিনের পরিকল্পনা, গৃহীত পদক্ষেপ এবং অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের জানান। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাঁর এই লক্ষ্যে পূরণে সকলের সহায়তা চেয়েছেন।
সংবাদ সস্মেলনে তিনি বলেন তাঁর নির্বাচনী এলাকার জনগণের জন্য আগামী দিনের পরিকল্পনায় রয়েছে, শুল্ক ষ্টেশন বা রেলবন্দর, লোকাল ট্রেন, রহনপুর বাইপাস সড়ক, ব্রীজ, রহনপুর পৌরসভা, স্টেডিয়াম, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন, বাঁধ নির্মাণ, ডিজিটাল ল্যাব শিক্ষা প্রতিষ্ঠান, বিলভাতিয়া রেশম, ধর্মীয় প্রতিষ্ঠান, ঐতিহাসিক, নিদর্শন, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করে সম্পন্ন করা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি মাইলষ্টোন দিয়েছেন। যা ২১০০ সালের রূপকল্প বাস্তবায়ন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা ও আবদুল খালেক, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খাঁনসহ গোমস্তাপুর,নাচোল, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, জেম হত্যাকান্ডে জেলায় দলের মধ্যে চরম ক্রাইসিস তৈরি হয়েছে। এখানে দলীয় কোন্দল সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দর হস্তক্ষেপ প্রয়োজন। তাছাড়া দলের বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। পরে একই স্থানে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার নেতাকর্মীদের উপস্থিততে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা চেয়েছেন।