যুগের শ্রেষ্ঠ্র ওলি পীরে আনিছ মোহাম্মদ ভূঁঞা সাহেবের ৭শত বছরের পুরোনো মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ওই মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন-নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের এমপি আলহাজ¦ মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সভাপতি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, সেবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেক্রেটারী বাহার উল্লাহ বাহার, সহ-সভাপতি ও স্থানীয় ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ ভূঁইয়া রিগান, মসজিদের খতিব মাওলানা মোস্তফা সামছুজ্জামান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সভাপতি ও সস্পাদকসহ বিপুল সংখ্যক মুসুল্লি।
ঊল্লেখ উপমহাদশে মুসলিম র্ধম প্রচারর করতে আসেন যুগের শ্রেষ্ঠ্র ওলি পীর আনিছ মোহাম্মদ ভূঁঞা সাহেব। তিনি সেনবাগে এসে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের প্রতিষ্ঠা করেন মসজিদ। কালের পরিক্রমায় ৭শত বছরের পুরোনো মসজিদটি জরাজিন্ন হয়ে পড়লে। পুরোনো মসজিদটি ভেঙ্গে তার স্থানে নতুন মসজিদ স্থানের উদ্যোগ গ্রহন করা হয়।