“আমাদের নার্স আমাদের ভবিষ্যত” প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ বৃন্দের আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব। নার্স সুপার ভাইজার রুকসানা খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডা. আনিছুর রহমান, ডা. ঈশাখান, ডা. মেহেদী হাসান, নার্স শাহানাজ বেগম, লায়লা আক্তার মিঠু প্রমুখ।