শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিতরা হলেন ,সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোছা. নুসরত।
শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন উপলক্ষে রোববার মাদ্রাসা মিলনায়তনে মদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামর সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম সকল শিক্ষকের কাছে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হতে আগ্রহীদের আবেদন আহবান করা হয়। পরে অন্তত ৩ জন শিক্ষক মৌখিক আবেদন করেন ও তাদের প্রয়োজনীয় কাগজ-পত্রা জমা দেন।
জমাকৃত কাগজ পত্রাদি যাচাইবাছাই এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মকা-ে জড়িতসহ সার্বিক বিচার বিবেচনায় উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও মাদ্রাসার সুপার মাওলাান মো. শহিদুল ইসলাম সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইনকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও মোছা. নুসরতকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ঘোষণা করেন। পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচনের লক্ষ্যে তাদের দুইজনের প্রয়োজনীয় কাগজ পত্রাদি প্রয়োজনীয় কার্যার্থে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে পাঠানো হয়েছে।