কিশোরগঞ্জে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন এবং জংগিবাদ সন্ত্রাস বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে ইসলামিক ফাউ-েশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাসেল শেখ পিপিএম বার,সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ দাউদ। ইফার জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে ও সুপার ভাইজার আবু বকর সিদ্দিকের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন ইফার ফিল্ড অফিসার মাও. এনাম বিন ফজলুল হক, সুপার ভাইজার হাফেজ মাও মস্তোফা কামাল, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন,কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও. হেলাল উদ্দিন, মাও.আজিজুল ইসলাম প্রমুখ। পরে দেশ ও জাতির মংগল কামনা করে দুয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইফার মাস্টার ট্রেইনার মাও. জসিম উদ্দিন। এ সময় জেলার তেরটি উপজেলার বাছাইকৃত শ্রেষ্ঠ ইমামগণ, প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও ইফার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।