বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সক্ষমতা বৃদ্বিকরণ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে ’নিরাপদ ও পুষ্টিকর খাবার,সুস্বাস্থ্য সবার”শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিউট্রিশনক্লাব বিড ফাউন্ডেশনের সহায়তায় ও উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেয়। এতে নিরাপদ ও পষ্টিকর খাদ্যের গুণাগুণ,সকাল,দুপুর,বিকাল ও রাতের খাবার পরিচিতি করণে বাজার হতে খাবার সংগ্রহ হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। এ ছাড়া এ সম্পর্কিত চ্যালেঞ্জ ও সমাধান এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের কর্মকর্তা মো: সালাউদ্দিন আকবর,আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক,সিরাজদিখান উপজেলার সহকারী প্রোগ্রামার শারমিন আক্তার। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র প্রদান করা হয়।