যশোরের ঝিকরগাছা প্রয়াত বিএনপি নেতা আবদুল আলিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর বাদ বিএনপি নেতা মরহুম আবদুল আলীমের বাড়িতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় মরহুমের পক্ষ থেকে তার ভাই সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আজম রুমি স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ শেষে স্মরণ সভায় মোনাজাত পরিচালনা করেন মোবারকপুর পীরতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুশফিকুর রহমান। স্মরণসভা এবং মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বান কমিটির সদস্য শরিফুদ্দৌলা ছটলু, সদস্য ও যশোর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, আলী হোসেন মদন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তুজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুণ, সরদার শহিদুল ইসলাম, গোলাম কাদের বাবলু, রাশিদুল মোমিন সুজন, হুমায়ুন কবির, ইসমাইল হোসেন সোহান, ঝিকরগাছা উপজেলা যুবদল ও ছাত্রদলের মোনাজ্জেল হোসন লিটন, নাজমুল হক নাজু, আশরাফুল আলম রানা, শাহিন আলম বিপ্লব, শামীম রেজা। তরিকুল ইসলাম, ইয়ার হোসেন সোহান। জেলা স্বেচ্ছেসেবকদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান। জেলা মহিলা দলেরসভাপতি রাশিদা খাতুন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।