এক সপ্তাহ আগেও যেই পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা কেজিতে, সেটির দাম এখন ৫৫/৬০ টাকা। মাত্র এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজারের এমন ঝাঁজ বেড়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার বাজারগুলোতে। গত সপ্তাহে এখানকার খুচরা বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকায়। ২৫/৩০ টাকা পর্যন্ত বেড়ে সেটির দর এখন ৫৫/৬০ টাকা। আর এজন্য বাজারে এই ভোগ্যপণ্যের সঙ্কট ও ভারত থেকে আমদানি বন্ধ থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে কৃষি অফিসের দাবি, সঙ্কট নেই। কৃষকদের কাছে যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে। মঙ্গলবার বোদা বাজারে গিয়ে দেখা যায়, প্রতি মণ পেঁয়াজ কিনতে দাম পড়ছে দুই হাজার ১০০ হতে ৩০০ টাকা। এক সপ্তাহ আগে যা পাওয়া যেত এক হাজার টাকায়। খুচরা বাজারে তা ২৫/৩০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫/৬০ টাকা দরে। এতে ক্রেতাদের চাহিদাও আগের চেয়ে কমে গেছে। এই বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন আবদুল আলিম। তিনি বলেন, ‘কয়দিন আগেই ২৫/৩০ টাকায় কিনেছি। আজ এসে দেখি সেটি এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আমরা স্বল্প আয়ের মানুষ। দাম বাড়ায় চরম বিপদে পড়েছি। আরেক ক্রেতা নুর ইসলাম বলেন, পেঁয়াজ ছাড়া অন্য পণ্যের দামও বৃদ্ধি। মারাত্মত সমস্যায় আছি। আয় বাড়েনি, কিন্তু খরচ বাড়ছে। এ বিষয়ে বোদা বাজারে পেঁয়াজ ব্যবসায়ী ব্যবসায়ী বলেন, দাম বাড়ার কারণ হলো বাজারে পেঁয়াজের ঘাটতি। কৃষকরা বাজারে পেঁয়াজ কম সরবরাহ করছেন। ভারত থেকে আমদানিও বন্ধ। ফলে আগের চেয়ে দাম বেড়েছে। এতে করে আমাদের বিক্রি কমে গেছে।