নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে রাবিয়া আক্তার(২৪) নামে দুই সন্তানের জননী বিষপানের একদিন পর মৃত্যু হয়েছে। ৭ মে রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ৬ মে শনিবার সকালে স্বামীর বাসগৃহে বিষপানের ঘটনা ঘটে।
সে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ছোট কাটুরী গ্রামের জসিম মিয়ার স্ত্রী ও পৌর শহরের ৫নং ওয়ার্ডের চকলেঙ্গুরা এলাকার মোহাম্মদ আলী মধু'র মেয়ে। রাবিয়া'র ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,পারিবারিক কলহের জেরধরে শনিবার সকালে স্বামীর বাসগৃহে বিষপান করে মায়ের কাছে ফোন দিয়ে লাশ নেওয়ার কথা জানায় রাবিয়া আক্তার। তাৎক্ষণিক বাবা-মা গিয়ে সেখান থেকে তাকে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন রাবিয়ার অবস্তার অবনতি হলে রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। যাওয়ার পথে মৃত্যু হয় তার। পরে মৃতের লাশ বাবার বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাত এগারোটার দিকে জনপ্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতের লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান,পারিবারিক কলহের জেরধরেই বিষপান করে রাবিয়া। তার বাবা-মায়ের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।