নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভূমিহীন বাজার গামী রোডের সেলিম মিয়ার দোকান সংলগ্ন বাগান থেকে এগুলো উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরফকিরা ভূমিহীন বাজার এলাকায় সেলিম মিয়ার দোকানে পাশে একটি বাগানে তল্লাশি চালায়। এ সময় ওই স্থান থেকে একটি ১২ ইঞ্চি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ একটি পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করা হবে, সন্দেহভাজনদের গ্রেপ্তার অভিযান শুরু করা হয়েছে।