নোয়াখালীর সেনবাগে রেষ্টুরেন্টে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মোঃ ওমর ফারুক ভূঁইয়া (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারস্থ মোহাম্মদিয়া হোটেল এ- চাইনিজ রেষ্টুরেন্টে। নিহত ওমর ফারুক সেনবাগ উপজেলা ৬নং কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর ভূঁইয়া বাড়ির মৃত শাহাজাহান ভূঁইয়ার বড় ছেলে।
স্থানীয়রা জানান,শুক্রবার বিকেলে ওমর ফারুক ছমির মুন্সিরহাট মোহাম্মদিয়া হোটেল এ- চাইনিজ রেষ্টুরেন্টে খাওযার জন্য যায়। খাওয়া শেষে দোতলার সিঁড়ি বেয়ে নিছে নামার সময় অসাবধনতা বসত পা পিছলে সিঁড়ি থেকে নিছে পড়ে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সেখান থেকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।তার আর্কশ্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে ফেরেছেন।