ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নবী হোসেন (২২) নামের পোল্ট্রি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের পলাশীহাটা গ্রামের ইউনুছ আলীর পোল্ট্রি ফার্ম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ী ময়মনসিংহের ফুলপুরে। ফার্মের মালিক ইউনুছ আলী বলেন, আছিম এলাকার শামছু দালালের মাধ্যমে সে আমার ফার্মে কাজ করতে আসে। এর আগে আরও দুইবার কাজ করতে এসেছিল। একবার ৮ মাস আবার ৪ মাস কাজ করেছে। গত ১সপ্তাহ আগে সে আবার আমার ফার্মে কাজ করতে আসে। গত রাত ১০টার দিকে সে খাওয়ার পর ফার্মে চলে যায়।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।