মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয় এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করে। সাংবাদিকতা হলো একটি গণসম্পদ। সাংবাদিক ও স্বাধীন সংবাদমাধ্যমগুলোই সাহসিকতার সঙ্গে সত্য উদঘাটন ও সত্য ঘটনার রিপোর্টিং চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের জবাবদিহি করতে পারছেন। ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।
কোভিড-১৯ মহামারির পুরো সময়টা জুড়ে অনেক সংবাদকর্মী সম্মুখ সারিতে ছিলেন, যারা জীবন বাঁচাতে ও সিদ্ধান্তগ্রহন কারীদের সগযোগীতা করতে যথাযথ ও বিজ্ঞান ভিত্তিক সংবাদ পরিবেশন করেছেন। একই সময়ে জলবায়ু, জীববৈচিত্র্য ও দূষণ নিয়ে সংবাদ পরিবেশনকারী সাংবাদিকেরাও এই গ্রহের ত্রিবিধ সংকটের বিষয়ে বৈশি^ক মনোযোগ আকর্ষণে সফল হয়েছেন। তবে সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের স্বাধীনতার ওপর হুমকি দিনে দিনে বাড়ছে। বৈশ্বিক স্বাস্থ্য থেকে জলবায়ু সংকট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন, সব বিষয়ে কাজ করতে গিয়েই তাঁরা ক্রমবর্ধমান রাজনীতিকীকরনের শিকার হচ্ছেন এবং অনেক দিক থেকেই তাঁদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। যুদ্ধক্ষেত্রে সংবাদকর্মীরা শুধু বোমা আর বুলেটের আঘাতের ঝুঁকিতেই নেই, মিথ্যা ও গুজবের ঝুঁকিতেও রয়েছেন, আধুনিক যুদ্ধের সময় যা ব্যাপক ভাবে ছড়ায়। শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য শত্রুর আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি যেমন রয়েছে তাদের, একইভাবে গুপ্তচরবৃত্তিক অভিযোগে অভিযুক্ত হওয়া, আটক বা গ্রেপ্তার, এমনকি হত্যাকাণ্ডের শিকার হওয়ার ভয়েও থাকেন তারা।
বিশ্বজুড়ে অনেক সাংবাদিক ও সম্পাদক তাদের অনুষ্ঠান ও প্রতিবেদন অপসারণের অব্যাহত ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও নারী সাংবাদিকরা বিশেষত অনলাইনে হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। যা হ্যাকিং ও বেআইনি নজরদারিও সাংবাদিকের দায়িত্বপালনের বাধার সৃষ্টি করে। তাই সংবাদকর্মীদের সুরক্ষায় এবং ওপর হওয়া অন্যায়ের দায়মুক্তি রোধে ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য কর্ম পরিকল্পনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠত সংবাদ পরিবেশন ব্যতীত একটি সমাজ বা রাষ্ট্রের সুষম উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিতকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। সোচ্চার হতে হবে হলুদ সাংবাদিকতা ও দালাল মিডিয়ার বিরুদ্ধে। গণমাধ্যম হোক দালাল, চাটুকার, দাসসুলভ, লোভী ও মেরুদণ্ডহীন সম্পাদক মুক্ত-এটাই প্রত্যাশা।