মাগুরায় বাসের ধাক্কায় আবুল হোসেন (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন হাজরাপুর ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: লিয়াকত হোসেন জানান, মঙ্গলবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের সায়ত্রিশ বার মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আবুল হোসেন ভ্যান চালিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঢাকা গামী দ্রুতগতির যাত্রীবাহী রয়েল পরিবহনের একটি বাস ভ্যানে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহটি মাগুরা হাসপাতলের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটি আটকের চেষ্টা করছে।