গাজীপুরের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে প্রতিষ্ঠিত "বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতি লিঃ" এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন হয়েছে।
১ মে সকালে বান্দাখোলা বাউল ঠাকুরের আশ্রম মাঠে গীতাপাঠ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে সাদা পায়রা উড়িয়ে রজত জয়ন্তীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
সমিতির সভাপতি বাবু ধনঞ্জয় কুমার মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সঞ্জিবন মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির, উপদেষ্টা নূরুল ইসলাম সরকার, জামালপুর কলেজের অধ্যক্ষ বাবু আনন্দ চন্দ্র দাস, তুমলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফী সোহেল খান, সম্পাদক শরিফ হোসেন, ছাত্রলীগের সভাপতি আবু রেহান রাসেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন, সমবায় অবহিত সমাজকে প্রতিষ্ঠিত করতে পারে। বাংলাদেশের মধ্যে কালীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশী সমবায় গড়ে উঠেছে। এলাকার রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি সমবায় একটি বড় ভুমিকা রাখছে। তাই বর্তমান শেখ হাসিনা সরকার সমবায়কে সর্বাত্বক সহযোগিতা করে যাচ্ছে। এই এলাকার রাস্তা ঘাট গুলো ছিল চলাচলের অনুপযোগী। আমি প্রতিটি রাস্তার উন্নয়ন করেছি। এই বাউল আশ্রমে সকল উন্নয়ন কাজে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।