বইয়ে লেখা ইতিহাসে, ও ম্যাপেও জানান দিচ্ছে তুরাগের অবস্থানের প্রকৃত চিত্র। কিন্তু বাস্তবতার সঙ্গে ইতিহাসের মিল নেই। মিরপুর থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটারের মাঝেমধ্যে তুরাগের বুকে পানির দেখা মিললেও বেশিরভাগ অংশে বালু জমে নদীর পিঠ বেরিয়ে এসেছে। দখল-ভরাট আর দূষণে 'নিখোঁজ' হতে চলেছে তুরাগ। দখলদাররা কোথাও কোথাও নদীর সীমানা পিলারও উপড়ে ফেলেছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) তথ্যানুযায়ী, তুরাগে ১৫২টি সীমানা পিলারের মধ্যে ৯০টিই অবৈধ দখলের কারণে নিশ্চিহ্ন হওয়ার পথে। এক জরিপের উদ্ধৃতি দিয়ে বাপা ও নদী রক্ষা আন্দোলনের করা যৌথ প্রতিবেদন থেকে জানা যায়, তুরাগের দখল হওয়া জমির পরিমাণ এক হাজার ৩৯৮ একর। ১৯১২ সালে প্রকাশিত যতীন্দ্র্রমোহন রায়ের 'ঢাকার ইতিহাস' বইয়ে তুরাগ সম্পর্কে লেখা রয়েছে, 'নদীটি ময়মনসিংহ জেলা হইতে আসিয়া দরিয়াপুরের নিকটে ঢাকা জেলায় প্রবেশ লাভ করিয়াছে। তথা হইতে পূর্বাভিমুখে কিয়দ্দূর আসিয়া রাজাবাড়ি, বোয়ালিয়া প্রভৃতি স্থানের পার্শ্বদেশ ভেদ করিয়া পূর্ববাহিনী হইয়াছে। শেনাতুল্লার সন্নিকটে মোড় ঘুরিয়া প্রায় সরলভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে; এবং মৃজাপুর, কাশিমপুর, ধীতপুর, বিরলিয়া, উয়ালিয়া, বনগাঁও প্রভৃতি স্থান তীরে রাখিয়া মীরপুরের দক্ষিণে বুড়িগঙ্গার সহিত মিলিত হইয়াছে।' ওই বইয়ে টঙ্গী নদীকে তুরাগের শাখা এবং মধুপুরের জঙ্গল থেকে বহির্গত শালদহ, লবণদহ ও গোয়ালিয়র নদী তুরাগে মিলিত হয়েছে বলে উল্লেখ রয়েছে। সরকারের আগের মেয়াদে রাজধানীর চারপাশে গুরুত্বপূর্ণ চার নদী-বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন সরকারের তৎকালীন দুই মন্ত্রী। শুধু তাই নয়, দখলদাররা যত প্রভাবশালীই হোক; তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন তারা। দুঃখজনক হলো, তাদের এ উদ্যোগ ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মন্ত্রীদ্বয়ের ঘোষণা অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে দখল ও দূষণে জর্জরিত গুরুত্বপূর্ণ এ চার নদীর প্রবহমানতায় নতুন প্রাণের সঞ্চার হতো, এতে কোনো সন্দেহ নেই। তবে শুধু এ চার নদীই নয়, দেশের অন্যান্য নদ ও নদী দখল করে বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, আবাসিক প্লট, ইটভাটা ইত্যাদি গড়ে উঠেছে, যা শক্তহাতে দমন করা প্রয়োজন। উচ্ছেদ অভিযান পরিচালনার পর কিছুদিন যেতে না যেতেই আবারও তা দখল হওয়ার ঘটনা ঘটে থাকে। এটি খুবই উদ্বেগজনক বিষয়। তাই উচ্ছেদের পর ফের দখল ঠেকাতে নদীতীরে বনায়নসহ অন্যান্য প্রকল্প সরকারের গ্রহণ করা উচিৎ। এতে অবৈধ স্থাপনা অনেকাংশে রোধ করা সম্ভব। একইসঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা উচিত। যত বড় প্রভাবশালীই হোক না কেন; আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে নদী দখল ও দূষণ রোধসহ পরিবেশ রক্ষায় তা ইতিবাচক প্রভাব ফেলবে।