১৯৭১ সালের ৩০ এপ্রিল মুক্তিযুদ্ধে শেরপুরের ঝিনাইগাতীর জগৎপুর গ্রামে চলে নারকীয় হত্যাযজ্ঞ। পাকবাহিনী ও তাদের দেশীয় দোসররা নির্বিচারে গুলি করে হিন্দু পরিবারের সদস্যসহ মোট ৪২ জন নারী-পুরুষকে হত্যা করে। আহত হয় প্রায় অর্ধশত মানুষ, জ¦ালিয়ে দেয়া হয় ২ শতাধিক বাড়ি-ঘর। স্বাধীনতার ৫২ বছর পার হলেও সেই শহীদদের স্মরণে ওই গ্রামে নির্মিত হয়নি কোনো স্মৃতিসৌধ। অযতœ আর অবহেলায় পড়ে আছে শহীদদের গণকবর। সেদিনের বর্বোরোচিত হামলায় ৪২ জনের প্রাণ গেলেও সেদিনের ভয়াল স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছেন অনেকেই। এদিকে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জগৎপুর গ্রামে গণহত্যার শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম।
গ্রামবাসী জানান, শেরপুর শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে ঝিনাইগাতী উপজেলার জগৎপুর গ্রাম। দিনটি ছিল বাংলা ১৬ বৈশাখ, ৩০ এপ্রিল শুক্রবার সকাল ৮ টা। জগৎপুরের সামনের শংকর ঘোষ গ্রাম থেকে স্থানীয় রাজাকার মজিবর, বেলায়েত, নজর ও কালামের সহযোগীতায় পাকবাহিনী জগৎপুর গ্রামটি তিনদিক থেকে ঘিরে ফেলে। পাকবাহিনীর তিনটি দল গ্রামের তিনদিকে অবস্থান নিয়ে নির্বিচারে গুলি করতে থাকে। এসময গ্রামবাসী কোনো কিছু না বুঝেই জীবন বাঁচাতে গ্রামের পেছনের দিকের রঙ্গবিলের দিকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু বিলের মাঝখানে পানি থাকায় কেউ সাঁতরিয়ে আবার কেউ বিলের দুই পাড় ঘেষে পালাতে যায়। এ সময় শুকনো জায়গা দিয়ে পালাতে গিয়ে পাক সেনাদের গুলিতে শহীদ হন ৪২ গ্রামবাসী। শুধু গুলি করে গ্রামবাসীকে হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি পাক সেনারা। তারা গ্রামের বাড়ী-ঘর জ¦ালিয়ে দেয়। ঘটনার প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পর পাক সেনারা চলে গেলে কিছু কিছু গ্রামবাসী ফিরে এসে দেখেন তাদের বাড়ী-ঘরের জায়গায় পোড়া গন্ধ আর ছাঁই ছাড়া আর কিছুই নেই। এ অবস্থা দেখে অনেকেই চলে যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে। আবার অনেকেই নারীর টানে পড়ে থাকেন গ্রামেই। এদিকে হিন্দু-মুসলিম অনেকেই তাদের আত্মীয়দের লাশ গ্রামের একটি জঙ্গলের কাছে গণকবর দেয়। ওই গণকবরের পাশেই বর্তমানে হিন্দুদের শ্মশান ঘাট রয়েছে। কিন্তু ওই গণকবরের স্থানটি সংরক্ষনে আজও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি। গ্রামবাসীদের দাবী, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে জরুরী ভিত্তিতে গণকবরের স্থানটি সংরক্ষন ও গ্রামের শহীদদের নাম ফলক নির্মাণ করা প্রয়োজন। সেদিনের প্রত্যক্ষদর্শী ভুবল চন্দ্র দে বলেন, আমার ক্ষেতে আমি কাজ করতেছিলাম, হঠাৎ করেই আক্রমণ করে পাকবাহিনী। পরে তারা গুলি করে হত্যা করে অনেক নীরহ মানুষকে। দেশ স্বাধীনের এতদিন পরও আমাদের কেউ খোঁজ-খবর নেয় না। আমাদের গ্রামে এসবের কোনো চিহ্নও নেই, তাই আমরা দাবি করছি, দ্রুত সময়ের মধ্যে এখানে সরকারিভাবে কিছু নির্মাণ করা হোক।
মুক্তিযোদ্ধা আবদুস সামাদ বলেন, সেদিন পাখির মতো গুলি করে হত্যা করে পাক বাহিনীরা। এতদিন হয়ে গেলো, এখানে একটা তালিকাও তৈরি করে দিতে পারেনি কেউ, এটা আসলেই খুবই দুঃখজনক। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো বলেন, আমাদের ব্যর্থতার কারণে স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পরও জগৎপুরের আজও কোনো স্মৃতিচিহ্ন তো দূরের কথা, শহীদদের নামে তালিকা তৈরি করা হয়নি। ৫ বছর আগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জগৎপুরে একটি স্মৃতিফলক নির্মাণের প্রস্তাবনা পাঠানো হলেও সেটি কি অবস্থায় আছে তা জানা নেই।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, জগৎপুর গ্রামে বেসরকারিভাবে একটি স্মৃতিফলক তৈরির উদ্যোগের কথা শুনেছি। তারপরও দ্রুততম সময়ের মধ্যে সরকারিভাবে একটি উদ্যোগ নেয়া হবে। যাতে সেখানে একটি স্মৃতিফলক এবং শহীদদের নামের তালিকা তৈরি করা যেতে পারে।