পবিত্র ঈদ-উল ফিতরের ছুটির পর শনিবার (২৯ এপ্রিল/২০২৩) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
জানা যায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান চর্তুদেশী ব্যবসা-বাণিজ্যের সড়কপথে যোগাযোগের নিকটবর্তী দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন। গত ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ আলোচনা সভার সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম ১০ দিন বন্ধ ছিল। তবে ইমিগ্রেশনের লোকপারাপার স্বাভাবিক ছিল। ওই ছুটি শেষ হওয়ায় শনিবার সকাল থেকে বিভিন্ন দেশের পণ্যবাহি ট্রাক মালামাল নিয়ে স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করছে।
বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আবদুল লতিফ তারিন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ছুটি শেষে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সকল প্রকার আমদানি-রপ্তানী কার্যক্রম চালু করেছে। বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম জানান, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রীপারাপার স্বাভাবিক ছিল। ১০দিন ছুটির পর পুনরায় এ বন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম চল হয়েছে।