পটুয়াখালীর বাউফলে সাগর (২৫) নামের এক সিএনজি চোর আটক করেছে এলাকাবাসী। সাগর ফরিদপুরের কোতোয়ালী থানার নর্থচ্যানেল ইউঃপিঃ ডাঙ্গি গ্রামের মোবারক আলীর ছেলে বলে জানায়। শুক্রবার দুপুর ২টার দিকে নাজিরপুর ৪নং ওয়ার্ডের মন্নান মিস্ত্রীর বাড়ির সামনে থেকে চোরাই সিএনজি সহ তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সাগর জানায় তার নিজ বাড়ি ফরিদপুর ঈদ করতে না গিয়ে সহকর্মী সোহেলের সাথে বাউফলে ঈদ করতে আসে এবং সোহেলের পরামর্শে সিএনজি চুড়ি করার চেষ্টা করে।
চোরাই সিএনজি মালিক ছালাম ও ঘটনার প্রত্যক্ষদর্শী জানায়, সাগর ঈদের আগে স্থানীয় পঞ্চম আলীর ছেলে সোহেলের সাথে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাউফলে আসে। গত শুক্রবার সিএনজি চালক ছালাম স্থানীয় আলমদিনা মসজিদের বাহিরে তার সিএনজিটি লক করে জুম্মার নামাজ পড়তে মসজিদে প্রবেশ করে। নামাজ শেষে বাহিরে রাখা সিএনজিটি না দেখে খোঁজ করতে থাকলে প্রত্যাক্ষদর্শীরা জানায় সিএনজিটি এক লোক উত্তর দিকে নিয়ে গেছে। সাথে সাথে বাইক যোগে প্রায় এক কিঃমিঃ উত্তরে মন্নান মিস্ত্রীর বাড়ির সামনে থেকে সাগরের কাছ থেকে সিএনজি সহ সাগরকে আটক করে। সাগর জানায় সোহেল সিএনজির লক খুলে দিয়ে তাকে সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে বলেছে। এ সময় সোহেলকে কোথাও খুজে পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয় বাউফল থানায় জানানো হলে পুলিশ এসে সাগরকে থানায় নিয়ে যায়। বাউফল থানাসুত্র জানায় আজ সাগরকে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হবে।