বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ওপর চাপ কমছে না; বরং মে মাসের শুরুতে তা আরও বাড়বে, এটি প্রায় নিশ্চিত। কারণ এ সময় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা বাবদ একসঙ্গে শত কোটি ডলারের বেশি পরিশোধ করতে হবে। এর সঙ্গে এলসির অন্যান্য দেনা ও স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ পরিশোধ করা হলে রিজার্ভ আরও কমে যাবে। এ অবস্থায় রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনের তথ্য বলছে, আগামী জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২ হাজার ৯৯৬ কোটি ডলারে নেমে আসবে, যা দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। আর নিট রিজার্ভ নেমে দাঁড়াবে ২ হাজার ৪৪৬ কোটি ডলারে, যা দিয়ে মেটানো যাবে ২ দশমিক ৯ মাসের আমদানি ব্যয়। উল্লেখ্য, আন্তর্জাতিক নিরাপদ মানদণ্ড অনুযায়ী সাধারণ সময়ে কমপক্ষে তিন মাসের এবং সংকটকালে চার মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকা দরকার। কাজেই রিজার্ভের বর্তমান পরিস্থিতি যে উদ্বেগজনক, তা বলাই বাহুল্য। এ পরিস্থিতিতে রিজার্ভের হিসাব সম্পর্কিত আইএমএফের ঋণের শর্ত পূরণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে সরকার। কাজেই এ ব্যাপারে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি আমরা। এ ক্ষেত্রে অপ্রয়োজনীয় আমদানি ব্যয় বন্ধ করার পাশাপাশি রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর দিকে দৃষ্টি দেওয়া জরুরি। ঈদ উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বাড়লেও রিজার্ভ বাড়েনি। ঈদের পর রেমিট্যান্স প্রবাহ আবার কমে যেতে পারে। রপ্তানি আয়েও দেখা দিয়েছে নিুমুখী প্রবণতা। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বেড়ে যাচ্ছে ঘাটতি। বাংলাদেশ ব্যাংক এপ্রিল ও মে মাসে আমদানি আরও কমার পূর্বাভাস দিয়েছে। বস্তুত দেশে বৈদেশিক মুদ্রার বড় অংশই আসে রপ্তানি ও প্রবাসী আয় থেকে। এ দুই খাতেই বিরাজ করছে মন্দাভাব। এ অবস্থা থেকে উত্তরণে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ খাতে বিশেষ প্রণোদনা দেওয়া যেতে পারে। সেই সঙ্গে প্রবাসী আয় বৃদ্ধির ওপরও দিতে হবে বিশেষ গুরুত্ব। এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার খোঁজার পাশাপাশি চলমান শ্রমবাজারগুলোয় নিজেদের অবস্থান সুদৃঢ় করার উদ্যোগ নিতে হবে। সারা বিশ্বের মতো এদেশের অর্থনীতিও একটি সংকটকাল অতিক্রম করছে। দেশের অর্থনীতিতে নানা প্রতিকূলতার মধ্যে রিজার্ভ সংকট অন্যতম। রিজার্ভ সংকটের কারণে দেশে ডলারের বিপরীতে টাকার মান কমছে। একদিকে অর্থনীতির নানামুখী সমস্যা রিজার্ভ সংকট সৃষ্টি করেছে, অন্যদিকে রিজার্ভ সংকট অর্থনীতির অন্যান্য সমস্যাকে তীব্রতর করছে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে আমদানি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। এ ছাড়া ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষার জন্য বিদেশে যাওয়া-এসব খাতে বৈদেশিক মুদ্রা খরচের পরিমাণ যাতে আর না বাড়ে সে ব্যবস্থা নিতে হবে। বিলাস সামগ্রী আমদানিকে আরও নিরুৎসাহিত করার পদক্ষেপ নেওয়া উচিত। মোট কথা, আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে আমাদের।