পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে সকালে মোঃ ওয়াজেদ আলী (৫৫) নামের এক সাইকেল আরোহীর ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ........ রাজিউন)। তিনি তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের খয়ের উদ্দীনের ছেলে।
পরিবারের লোকজন জানায় বৃহস্পতিবার সকালে বাইসাইকেল যোগে বাংলাবান্ধা বোনের বাড়ি যাওয়ার পথে মহাসড়কের উকিলজোত নামক স্থানে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় কিছু সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে পুলিশের উপস্থিতিতে পুনরায় যান চলাচল সচল হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন মোল্লা জানান দূর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।