 
		
	রাজবাড়ীর বালিয়াকান্দিতে আঃ রহিম খান (৫০) নামে এক আইসক্রিম ফ্যাক্টারীর কর্মচারীর বিদুৎস্পৃর্ষে মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের খবির খানের ছেলে। 
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর বন্যা ফুড প্রডাক্ট আইসক্রিম ফ্যাক্টারীতে এ ঘটনা ঘটে।
আঃ রহিম খান  আইসক্রিম ফ্যাক্টারীতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস জাহান বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে রয়েছে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।