২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল নৌকার মনোনয়ন প্রত্যাশী।
পরিচিতি ঃ জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল ১ আগণ্ট ১৯৫৬ সালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ধুবুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আলী এবং মাতার নাম মরহুম আলেকজান। তারা পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আর্দশের অনুসারী ছিলেন। তিনি ৭ বছর বয়সে মাকে হারিয়ে নানী ও দাদা-দাদীর কাছে বড় হন। তিনি টাঙ্গাইল ভুয়াপুর মাধ্যমিক স্কুলের ছাত্র থাকাবস্থায় বঙ্গবন্ধু বিভিন্ন জেলায় মিটিং সহ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের ভাষন শুনেছেন। মাধ্যমিক স্কুলের গোন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকশিক্ষার জন্য টাঙ্গাইল ইব্রাহীম খান কলেজে ভর্তি হন। কলেজে ছাত্র থাকাবস্থায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন শুনেছেন। পরবর্তীতে বড়-ভাইদের হাত ধরে বঙ্গবন্ধুর আর্দশে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সংগে জড়ায়ে পড়েন।
মুক্তিফোর্সে প্রশিক্ষণ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ঃ ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দূর্বার আন্দোলনের ঘোষণা ‘তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ছাপিয়ে পড়বে’ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। বঙ্গবন্ধুর এই ভাষন শুনে কলেজের পাঁচজন বন্ধুসহ মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে জামালপুর বর্ডার হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের মাইনকারচড় ও মহেন্দ্রগড়ে মুক্তিফোর্সের ক্যাম্পে যুদ্ধের রণ কৌশল বিষয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখানে প্রায় একমাস প্রশিক্ষণের পর কোম্পানি কোম্পান্ডার কাজী হুমায়ুন আশরাফ বাঙ্গাল ও সেকশন কমান্ডার বাদশার নেতৃত্বে দেশে ফেরার পথে বাগনডালী মাঝবাড়ি নামকস্থানে পাকিস্তানীদের সংগে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয়। এখানে কোম্পানীর সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি কাজী হুমায়ুন আশরাফ বাঙ্গাল সহ পুনরায় ভারতে ফিরে যান। তখন সম্মরণীয় ঘটনা সিরাজনগর এলাকায় পাকিস্তানি গোলাবারুদ ভর্তি একটি বিশাল জাহাজে যিনি বাঙ্গালী সারং ছিলেন। তিনি জাহাজটিকে পানি থেকে বালু চরে উঠিয়ে দেন। তখন পাঞ্জাবীরা জাহাজটি নিতে না পেরে পালিয়ে যান এবং জাহাজটি আগুনধরে গোলা বারুদগুলো ধ্বংস হয়ে যায়।
তিনি যুদ্ধ চলাবস্থায় একদিন বাড়িতে দাদা-দাদীকে দেখার জন্য আসেন। দাদীকে নানান প্রশ্নের উত্তর দিতে হলো। তিনি মুক্তিফোর্সের ট্রেনিং ছিলেন জানালে ‘‘দাদা বলল মারা গেলে আমরা জানতাম না’’। তিনি পুনরায় যুদ্ধ ক্যাম্পে ফিরে যান। দীর্ঘ সাড়ে নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর পুর্ণাঙ্গ বিজয় অর্জিত হলে লাল-সবুজের পতাকা হাতে বাড়িতে ফিরেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে। তখন বাড়িতে বাবা আমাকে নিয়ে দুশ্চিতায় পড়েন। একদিন বাবা বলল তোমাদের/ মুক্তিফোর্সদের এখন তো মেরে ফেলবে। তুমি কোথাও পালিয়ে থাক। তখন বাবা আমাকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জনৈক আত্মীয়র বাড়িতে পাঠালেন। সেখানে সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা পরিচয়ন গোপন করে আশ্রয়ে ছিলাম। একদিন মরহুম আবদুল জব্বার, মরহুম কাজী হবিবর রহমান ভাইয়ের সংগে দেখা হয়। ওঁরা তৎকালীন তেঁতুলিয়া উপজেলায় মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং আওয়ামীলীগকে সুসংগঠিত করতেন। একদিন তাদের সংগে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মরহুম বীরমুক্তিযোদ্ধা এ্যাড. সিরাজুল ইসলাম এর ময়দানদিঘি গ্রামের বাড়িতে গেলাম। বীরমুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. সিরাজুল ইসলাম নানা প্রশ্ন শেষে আমাকে তার সহকারি হিসেবে বাড়িতে আশ্রয় দেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা এ্যাড. সিরাজুল ইসলামের সংগে থেকে মরহুম আঃ জব্বার, কাজী হবিবর রহমান, বাংলাবান্ধার খোরশেদ চেয়ারম্যান, ভজনপুর খাদেম চেয়ারম্যানসহ আরও অনেকের সংগে রাজনীতির মাঠে সুখের ও দুখের দিনে পঞ্চগড়ে আওয়ামী লীগে জড়িত ছিলাম।
দলীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে পদণ্ডপদবী ঃ তিনি শালবাহান ইউনিয়ন আওয়ামীলগে সদস্য অন্তুর্ভুক্ত হয়ে ১৯৭৮ শালবাহান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচত হলে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে উপজেলা আওয়ামীগের সম্মেলনে নেতা-কর্মীদের বিপুলভোটে সভাপতি নির্বাচিত করেন। বর্তমানেও তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া শালবাহান দাখিল মাদ্রাসা, শালবাহান রোড দাখিল মাদ্রাসা, কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়, প্রতিবন্ধী অথিস্টিক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সহ কালান্দিগঞ্জ জামে মসজিদ কমিটির সভাপতি পদে আছেন। এরআগে তিনি একাধিকবার তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৭৬ সাল থেকে কালান্দিঞ্জ ফাযিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ছিলেন। উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ গোটা পঞ্চগড় জেলায় নানামুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বর্তমানে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের কাছে বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল একজন সমাজসেবী পরিচিতি মুখ লাভ করেন। সমাজসেবা অবদানের তিনি কমিউনিটি পুলিশিং সহ বিভাগীয় পর্যায়ে নানামুখী পুরস্কুারে ভূষিত হয়েছেন। যে কারণে তৃণমূলের নেতা-কর্মীরা তাকে আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকা প্রতীকের কাণ্ডারী হিসেবে দেখতে চান।
বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল বলেন, আমি পাকিস্তান আমল থেকে নানা ঘাত-প্রতিঘাত পেয়েছি। ২০০৬ সালে র্যাব আমাকে অমানষিক নির্যাতন করেছে। আমি এতদিন দলের কাছে তেমন কোন কিছু চাইনি। তাই আমার শেষ জীবনে জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে মনোনয়ন প্রত্যাশী। যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন তবে পঞ্চগড়-১আসনে নৌকা প্রতীকে বিজয় লাভ করে উপহার দিব।