ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মাগুরায় সাংবাদিক রোস্তম মল্লিকের উপর হামলা, হামলাকারী ৭ সদস্য গ্রেপ্তার।
গত ২৫/০৪/২০২৩ তারিখ মঙ্গলবার রাত পৌনে এগারোটার দিকে মাগুরা কলেজ পাড়া ফুড ক্যাফে রেস্টুরেন্টের সামনে মাগুরার সিনিয়র সাংবাদিক, দৈনিক আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও অপরাধজগৎ পত্রিকার সম্পাদক রোস্তম মল্লিকের উপর ১০/১২ জন তরুণ অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা তাকে লোহার রড এবং হকিস্টিক দিয়ে পিটিয়ে মাথা, পা এবং বাম হাতে রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকা স্ত্রী এবং কন্যাকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা চলে যায। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক রুস্তম মল্লিক কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
হামলার ঘটনায় মাগুরা পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে রাতেই জড়িত ৭ জন কে আটক করে। আটককৃতরা হচ্ছে শহরতলীর নিজনান্দুয়ালী এবং মহিষাডাঙ্গা গ্রামের মোঃ শরিফুল ইসলাম (২৫), মো-আরমান শেখ (২৫), লিমন মোল্যা (২৫), হাসান আলী(২৪), শাওন শেখ(২০), ইসলাম শেখ(২৬) এবং নাসিম শেখ (২০)। এ সংক্রান্তে মাগুরা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
আহত সাংবাদিক রোস্তম মল্লিক জানান, ফেসবুকে বিভিন্ন সময়ে মাগুরার বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে পোস্ট করায় কেউ ক্ষুব্দ হয়ে তাকে পরিকল্পিত ভাবে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।