মুন্সীগঞ্জ জেলার সর্ববৃহত মেলা ৩ দিন ব্যাপী ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থীদের সবংর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগর এর আয়োজনে সিরাজদিখান উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ ও স্কুল মাঠে এই সোমবার ২য় দিনের মত এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের মিলন মেলায় পরিনত হয়। মেলায় শিশু ও বড়দের জন্য নাগর দোলা, নৌকা, চরকা, ঘোড়া, ট্রেনসহ বিভিন্ন বিনোদন রয়েছে। নানা প্রকার মুখরোচক খাবার, প্রসাধনী, খেলনা, নিত্য প্রয়োজনীয় হরেক রকম জিনিসপত্রের সমারোহ ছিলো এই মেলায়।
সোমবার দিবাগত রাত ৮ টার দিকে মেলার ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংক এশিয়া লিঃ ও র্যাংস গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি রোমো রউফ চৌধুরী। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মালখানগর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, সিরাজদিখান উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু গোবিন্দ দাস পোদ্দার, মালখানগর ইউনিয়ন যুবীলীগের সভাপতি হাজী মকবুল হোসেন আনু, ব্যাংক এশিয়ার কর্মকর্তা নাহিদ হোসেন প্রমুখ।
সম্মনিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শেষে রাত ১০ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত ১২ টার দিকে ২য় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।