নাটোরের সিংড়ায় ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে বাপ্পি সরদার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আনুমানিক ১টায় দিকে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে।
ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ বাদশা বলেন, নিহত শিশু বাপ্পি সরদার পাশবর্তী নওগাঁ সদর উপজেলার হেলাল সরদারের ছেলে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার মায়ের সঙ্গে রাধানগর গ্রামে নানা আকবর আলীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশে সহপাঠিদের সাথে নাগর নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে এলাকায় শোকের ছাড়া নেমে আসে।